মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, সদস্য জসিম উদ্দিন খন্দকার, উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, প্রচার-প্রকাশনা সম্পাদক হাজী আব্দুল করিম, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, কালিকাপুর ইউনিয়ন আ’লীগের সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার মেম্বার, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম পলাশ, উপজেলা সৈনিক লীগ নেতা এনামুল হক নোমান, দ্বীন মোহাম্মদ শান্ত প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com