মনোয়ার হোসেন।।
কুমিল্লা চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নোয়াবাজারস্থ জামমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: আবুল কাশেম মজুমদার।
জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘে সভাপতি মো: সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন চিওড়া আছগরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সোলায়মান, ফেনী সিটি কলেজ ও কুমিল্লা মহানগর কলেজের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম জিয়া, ছুপুয়া আমির শার্টস লিমিটেডের ম্যানেজার মো: একরামুল হক, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির মাহমুদ, জামমুড়া হলি কেয়ার একাডেমির পরিচালক মো: পারভেজ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো: কাজী রুবেল।
জামমুড়া-জামপুর যুব ও ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অহিদুর রহমান সর্দার, মফিজুর রহমান সহ খেলা পরিচালনা কমিটির সদস্য ও ক্লাবের সদস্য সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন ইমামুল মজুমদার।
ফুটবল টুর্নামেন্টে মাহাদী এন্টারপ্রাইজ ইউনাইটেড ফুটবল দল ২-১ গোলে আনোয়ার হার্ডওয়্যার ফুটবল দলকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ট্রপিসহ ১৫ হাজার টাকা ও রানার আপ দলকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ট্রপিসহ ১০ হাজার টাকা।