মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পূজা উদযাপন পরিষদের সাথে থানা প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৬ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে শারদীয় দূর্গোৎসব-২০২৪ উপলক্ষে আয়োজিত আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) নিশাত তাবাসসুম।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র দেবনাথ, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেশ বনিক।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: মশিউর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধে উপস্থিত সলাকান্দি পূজা মন্ডপের সভাপতি নন্দন পাল প্রার্থ, ডাকরা পূজা মন্ডপের সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, বরদৈন পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বলরাম কর্মকার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com