চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুরে এবং দুপুরে ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর রাস্তার মাথায় এ সব দুর্ঘটনা ঘটে।
আজ সকালে ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছমা আক্তার মুন্নী (৫০) নামের এক নারী নিহত হন। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী।
এদিকে আজ দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ডাম্প ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাতে থাকা স্ত্রী ও কন্যাসহ শাকিল নামের এক ব্যক্তি আহত হন। তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাকিলের স্ত্রী এবং শিশু কন্যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তবে শাকিলের স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন বলে জানা গেছে। শাকিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শাহ আলমের ছেলে।
এ সব তথ্য নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনায় কবলিত ডাম্প ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com