
মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে ইদুনি বেগম নামের এক প্রতিবন্ধী (বোবা) নারীর স্বামীর মৃত্যুর পর প্রাপ্ত সম্পত্তির অংশ জোরপূর্বক দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে তারই ছেলে আবিদ আলী ও নাতি শামীমের বিরুদ্ধে। ঘটনাটি কাশিনগর ইউনিয়নের বালিমুড়ি গ্রামে ঘটেছে।
ভুক্তভোগির ছোট ছেলে আব্দুল আলী জানান, তাদের পিতা ছায়েদ আলী ২০২৩ সালের এপ্রিলে মারা যান। মৃত্যুর পর বড় ভাই আবিদ আলী প্রতারণার মাধ্যমে তাদের প্রতিবন্ধী মায়ের নামে থাকা ৭.৮৩ শতক জমি নিজের ছেলে ও ভাতিজার নামে “হেবা কবলা” করে নেন। বিষয়টি জানার পর প্রতিবাদ করলে তারা শারীরিকভাবে হামলার শিকার হন এবং পরে নারী নির্যাতনের মিথ্যা মামলা (নং-২৭১/২০২৪) দিয়ে হয়রানি শুরু হয়।
তিনি আরও বলেন, “আমরা পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যা চাই। কিন্তু প্রভাবশালী কয়েকজনের সহযোগিতায় আমার ভাই জোর করে জমি দখলে নিয়েছে।”
স্থানীয়রা জানান, এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত আবিদ আলীর ছেলে ফারুক বলেন, “আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ কাগজপত্র চেয়েছে। আমরা আইনি পথে বিষয়টি মোকাবেলা করবো।”
চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক নিমাই চন্দ্রনাথ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com