মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভাসহ তেরটি ইউনিয়নের মোট চৌদ্দটি কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গণটিকাদান কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে বয়স্ক নারী-পুরুষসহ টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোর বাহিরে ছিলো মানুষের দীর্ঘ লাইন।
মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভা কেন্দ্রে গণটিকা কার্যক্রমের চলমান কর্মসূচি পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে ১৫০০ টিকা টার্গেট নিয়ে কার্যক্রম শুরু করা হলেও টিকা গ্রহণকারীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে এ টার্গেট ছাড়িয়ে গেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com