নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাকড়ী নদীর ব্রীজের নিচে হতে ১১ কেজি গাঁজাসহ মো: শরীফুল ইসলাম শাকিল (১৯) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার ( ১২ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউপির অন্তর্গত মিয়াবাজারস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাকড়ী নদীর ব্রীজের নিচে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া মোঃ শরীফুল ইসলাম শাকিল চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মোঃ জাফরের ছেলে।
আটক হওয়া আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, উল্লেখিত মাদকদ্রব্য মোঃ জাহিদুল ইসলাম রকি (২৭) এর সহায়তায় চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে অধিক মূল্যে উক্ত ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল।
এই ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মামুনুর রশিদ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com