মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে আমিনুল ইসলাম নামে ইতালি প্রবাসীর ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করে সেখানে ঘর নির্মাণের অভিযোগ মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ।
বুধবার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিকভাবে সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আমিনুল ইসলাম গং। আমার ওয়ারিশ সম্পত্তির মধ্যেই ঘর নির্মাণ করিতেছি।
কাগজপত্র পর্যালোচনা করে জানা গেছে, চৌদ্দগ্রাম বাজারস্থ চান্দিশকরা মৌজায় ৪৯৮নং খতিয়ানে জেল ১৯৫-এ ওয়ারিশসূত্রে হাসান শাহরিয়া খাঁ এবং তাঁর তিন ভাই বিএস ফাইনাল-২৬২৫ দাগে গিয়াস উদ্দিন খাঁ, জয়নাল আবেদিন খাঁ, জসিম উদ্দিন খাঁ নামে ৫ শতক জায়গায় মালিক। একটি মহল ৩০/৩১ ধারায় মামলা করলে আদালত হাসান শাহরিয়া খাঁ গংয়ের পক্ষে চুড়ান্ত রায় দেন। তাছাড়া ২৬২৬ দাগে ১ শতক জায়গা নথিভুক্ত হয়। হাসান শাহরিয়া খাঁ গং উক্ত সম্পত্তির নিয়মিত খাজনা প্রদান করছে। প্রবাসীর নাম উল্লেখ করে সাবেক মেয়র মিজানুর রহমান গং(রিডো) হাসান শাহরিয়া খাঁ গংয়ের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলেও দাবি করে হাসান শাহরিয়া খাঁ।
উল্লেখ্য, পিআর ২৪২/০৯ মামলায় ফৌজদারি বিজ্ঞ আইনে ১৪৫ ধারায় হাসান শাহরিয়া খাঁর নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করে। পরবর্তীতে ২০১১ সালের ১৩ মার্চ বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে শুনানি শেষে হাসান শাহরিয়া খাঁ গংয়ের পক্ষে রায় প্রদান করেছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com