মো: মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লালারপুল এলাকায় ভাই ভাই ট্রাক হোটেল থেকে প্রায় সাড়ে ৬কেজি গাজা, নগদ ৪হাজার ৬শত টাকা ও হোটেলের মালিক একরামুল হক সহ ৬জনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভাই ভাই ট্রাক হোটেলে অভিযান চালায়, এসময় সাড়ে ৬কেজি গাজা, নগদ ৪হাজার ৬শত টাকা সহ ৬জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- উপজলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে একরামুল হক, একই গ্রামের এবাদুলহকের ছেলে সোহরাব মিয়া, বসন্তপুর গ্রামের মজিবমিয়ার ছেলে পারভেজ মিয়া, বাতিসা গ্রামের মোকসেদুর রহমানের ছেলে সহিদুর রহমান, পৌরসভার লক্ষীপুর গ্রামের আব্দুল গফুরের ছেলেছিদ্দিক মিয়া, ছেওরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে নরুজ্জামান।
চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত ত্রিনাথ সাহা জানান, পুলিশের একটি দল ভাই ভাই ট্রাক হোটেলে অভিযান চালায় এবং সাড়ে ৬ কেজি গাজা ও নগদ ৪হাজার ৬শত টাকা সহ ৬ জনকে আটক করে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com