মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত দু’টি ড্র্রেজার মেশিন ধ্বংশ করেছে। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামে ডাকাতিয়া নদী অংশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। অভিযানে সহযোগীতা করেন চৌদ্দগ্রাম থানার এসআই ইমরানের নেতৃত্বে পু্িলশের একটি টিম।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং এ কাজে ব্যবহৃত দু’টি ড্রেজার ধ্বংশ করা হয়। চৌদ্দগ্রাম উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে’।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com