স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক কামাল হোসেন নয়নের ব্যানার ও পেষ্টুন রাতের আধাঁরে ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা । এ ঘটনায় যুবলীগ নেতা কামাল হোসেন নয়ন সোমবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ(এসডিআর নং-৮৬৮) দায়ের করেছেন।
অভিযোগে কামাল হোসেন নয়ন উল্লেখ করেন, গত চার মাস আগে শুভপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির ছবি সম্বলিত ছবিসহ কয়েকটি ব্যানার ও পেষ্টুন সড়কের পাশে গাছে ও পিলারে লাগানো হয়। সম্প্রতি ওয়ার্ড আ’লীগের কমিটি নিয়ে কাছারিপাড়া গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে সোহাগ মিয়া গংয়ের সাথে তাঁর বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে কে বা কারা কামাল হোসেন নয়নের ব্যানার ও পেষ্টুনগুলো গত ৩ ও ৪ এপ্রিল রাতে ছিড়ে ফেলে ও নিয়ে যায়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ‘তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com