
মনোয়ার হোসেন।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ কামরুল হুদা'র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখি করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের কাদৈর হাইস্কুল মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও শুভপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শুভপুর উত্তর বিএনপির সহ-সভাপতি বারেক মেম্বার, সহ-সভাপতি হাজী আব্দল সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, সোহাগ মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাসুম মজুমদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক হোসেন মজুমদার, প্রচার সম্পাদক হারুনুর রশীদ, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মো: রিপন মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর যুবদলের সভাপতি ইন্জিনিয়ার আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুস সাত্তার, , শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শুভপুর উত্তর স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম সুমন, মঈন খাঁন, শুভপুর ইউনিয়ন উত্তর ছাত্রদল নেতা মো: হেলাল, মো: সায়মন, রাকিবুল ইসলাম তন্ময়, মো: বাবলু, মো: শামীম।
এসময় আরো উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক মো: আবুল হাসেম, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সিনিয়র সহ-সভাপতি হোসেন মিয়া, শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলে ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, মতবিনিময় সভায় জামায়াতের ২০জন কর্মী বিএনপিতে যোগদান করন। পরে কামরুল হুদার নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে কাদৈর বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com