মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের আহবায়ক ও দৈনিক নয়াদিগন্তের চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা সিরাজুল ইসলাম ফরায়েজীর সুস্থ্যতা কামনায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাদ আসর সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রাহী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ কুদ্দুস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য আবু বকর সুজন, মোঃ এমদাদ উল্যাহ, বেলাল হোসাঈন, সাংবাদিক আবুল বাশার রানা, জহিরুল হাসান, মনোয়ার হোসেন, আনিছুর রহমান, মোঃ শাহীন আলম, মু. ফখরুদ্দীন ইমন, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইমাম হোসেন ভূঁইয়া, আব্দুর রব লাভলু, সাইদুল হক, আব্দুল কাদের, ওমর ফারুক, মাঈন উদ্দিন মাসুদ প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী দীর্ঘদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরা হাইকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com