মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নিয়মিত ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো: সাজা পরোয়নাভুক্ত আসামী উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত নূর মিয়া প্রকাশ নুরুল ইসলাম এর ছেলে আব্দুল মমিন, উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মো: আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক সুমন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে মো: ইমন, গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের মো: রোশন আলী প্রকাশ মুন্সী মিয়ার ছেলে সাহাবউদ্দিন ও জগন্নাথদীঘি ইউনিয়নের জিনিদকরা গ্রামের আবুল কালামের ছেলে রবিউল হোসেন।
বুধবার (২৪ এপ্রিল) দুুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ‘ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com