মনোয়ার হোসেন।।
‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে সংসদ সদস্যের মাধ্যমে চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সামাজিক বন বিভাগ এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলা বনায়ন নার্সারী কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
উপজেলা বন কর্মকর্তা মো: শাহীন আলম এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে আরা কুলসুমের নাহার, ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা, গোমারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন সুলতানা, পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, গোমারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম, চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জিত দেবনাথ, উপজেলা বন অফিসের ফরেস্ট গার্ড মোহাম্মদ ওসমান গণি, অফিস সহকারী ছেরু মিয়া প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com