স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার নারী-পুরুষ সহ প্রায় সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
শুক্রবার দিনব্যাপী উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা ব্রীজের উপরে এ উপলক্ষে আয়োজিত ব্লাড ক্যাম্পেইনে শিশু, যুবক, নারী-পুরুষ সহ প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এটি সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের তৃতীয় ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জনসেবামূলক এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন শাকতলা গ্রামের যুব সমাজ। ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।
কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করায় সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক এবং শাকতলা যুব সমাজকে ধন্যবাদ জানিয়ে সোনালী সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আরমান হোসাইন জানান, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদানের জন্য রক্তের গ্রুপ জানা থাকা অত্যাবশ্যক। এলাকার মানুষকে সচেতন করতে এবং রক্তদানে উৎসাহী করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সহ এ ধরণের বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময় এমন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com