মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুল হক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
জানা গেছে, সোমবার (২১ মার্চ) সকালে মাহবুব ফেনী বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে কাজ সেরে বাড়ীতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত মাহবুব চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাঁন্দিশকরা গ্রামের মমতাজ উদ্দিন ওরফে পচা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাহবুব নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com