মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
আগামী ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ডাঃ বেলাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উল্লাহ কন্ট্রাক্টর, মাওলানা আকবর হোসেন, আমজাদ হোসেন, হারুন অর রশীদ, শ্রমিকলীগ নেতা আবুল কালাম, সবুজ মিয়া, তজু মিয়া, আবু মিয়া, মোঃ হাসান, আবু মিয়া, তাহের মিয়া, নাজির আহম্মেদ, মোঃ আজিম, ইমাম হোসেন, নুরুল হক, মোঃ শাহজাহান, আবদুল মমিন, মোঃ আমিন, ডাঃ শাকিল ইকবাল, মোঃ বাবু, জাহেদ, মোঃ হোসেন, রাহিমসহ ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী। পরে নেতাকর্মীরা শোডাউন করে মুজিবুল হক এমপির কার্যালয়ে গিয়ে নৌকার মেয়র প্রার্থী জিএম মির হোসেন মিরুকে সংবর্ধনা দেয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ডাঃ বেলাল হোসেন পৌরসভার ১নং ওয়ার্ডের নবগ্রাম ও সোনাকাটিয়া গ্রামের বাসিন্দাসহ বিভিন্ন এলাকার জনগণের কল্যাণে কাজ করছেন। জনগণের খাদেম হয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যেই তিনি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। এ উপলক্ষে তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচিত হলে চৌদ্দগ্রামের উন্নয়নের কান্ডারী মুজিবুল হক এমপির সহযোগিতায় নিয়ে ১নং ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন ডাঃ বেলাল হোসেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com