মনোয়ার হোসেন।।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬:৪০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি ও উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আক্তার উজ জামান,
উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রশিদ আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, মুক্তিযুদ্ধকালীন চৌদ্দগ্রাম থানা কমান্ডার আবু তাহের, কমান্ডার শাজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, আলী হোসেন মোল্লা, করমুন চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মুক্তিযোদ্ধা ইসহাক পাটোয়ারি, আবদুল বারী প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com