চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ১৫টি ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে নিজস্ব ব্র্যান্ডের টি-শার্ট বিতরণ করেছে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে রামরায় গ্রামস্থ কাজী বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী প্রকৌশলী জয়নাল আবেদীন। কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন পাটোয়ারী, মিজানুর রহমান, আশিকুর রহমান, আবু বকর সুজন, শাহজাহান, কাজী রানা, আবু মুছা প্রমুখ।
আলোচনা শেষে চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুণকরার ফালগুনী ক্লাব, আটগ্রামের এএফসি ক্রীড়া চক্র, সোনাকাটিয়া আদর্শ ক্রিকেট একাদশ, জয়ন্তীনগরের পৌর মিতালী ক্লাব, চন্ডিপুর রয়েল ক্লাব, রামরায়গ্রাম নিউ স্টার ক্লাব, কমলপুর মুজিব সেনা ক্লাব, চাটিতলার বসু স্যার নিউ ইলেভেন স্টার, নাটাপাড়া নবজাগরণ ক্লাব, শ্রীপুর তরুণ ক্লাব, নবগ্রাম ফ্রেন্ডস্ ক্লাব, পূর্ব চান্দিশকরা তরুণ সংঘ, রামরায়গ্রাম স্পোর্টিং ক্লাব।
গোমারবাড়ি মুজিব সেনা ক্লাব ও পূর্ব গোমারবাড়ি একতাবদ্ধ সংঘের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। কাজী এনাম ফাউন্ডেশনের দেয়া টি-শার্ট পেয়ে পৌর এলাকার ফুটবল ও ক্রিকেটপ্রেমী যুবকদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আকৃষ্ট হয়ে মাদক বিরোধী হওয়ার জন্য ব্যতিক্রমী এ আয়োজন করায় এলাকায় প্রশংসা কুড়িয়েছে কাজী এনাম ফাউন্ডেশন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com