মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু দলীয় নৌকা প্রতীক নিয়ে মাঠে নামলেন।
সোমবার জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতীক নিয়ে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা। একইদিন সন্ধ্যায় নিজ ওয়ার্ডে প্রথম নির্বাচনী পথসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগ সভাপতি শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, মাহবুব হোসেন মজুমদার, কাজী জাফর আহমেদ, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, উপজেলা আ’লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ ওয়াদুদ, আ’লীগ নেতা মো: সাহাব উদ্দীন প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com