নেকবর হোসেন।।
কুমিল্লায় ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে পালিত হলো প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী।
আজ শনিবার (১লা অক্টোবর) সকালে ১০ টায় শচীন দেববর্মণের জন্মদিন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় অবস্থিত উপমহাদেশের এ সুরসম্রাটের স্মৃতি বিজড়িত বাসভবনের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমীসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।
প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী পালনে এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com