নিজস্ব প্রতিবেদক।।
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আবদুস ছোবহান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহানারা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক রহমানী, কৃষি বিজ্ঞান বিভাগের আবদুর রেজ্জাক, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার।
শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান, ওমর ফারুক,কাউছার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।