স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সোনার বাংলা কলেজের মেধাবী শিক্ষার্থী পায়েল ইসলাম লাম্মি এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
পায়েল ভবিষ্যতে একজন চিকিৎসক (ডাক্তার) হতে চায়। সে সকলের কাছে দোয়া চেয়েছে- যেন আল্লাহ তায়ালা তার এই স্বপ্ন পূরণ করেন।
এর আগে পায়েল এসএসসি পরীক্ষায় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছিল।
পায়েলের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম ভূইয়া বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক। তার মা উম্মে সালমা পপি একজন গৃহিণী। চাচা মোঃ জহিরুল হক বাবু বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা যায়, পায়েল কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের ভূইয়া বাড়ির হাজী নুরুল হক মাস্টারের নাতনি। বর্তমানে সে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় বসবাস করছে।
পায়েলের সাফল্যে পরিবারের সদস্যরা বলেন, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই সে এই অর্জন করেছে। তারা সকলের কাছে পায়েলের জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com