মো. বাছির উদ্দিন।।
জুলাই সনদ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।
তিনি বলেন, তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনে যে রক্ত দিয়েছে, তার ন্যায্য বিচার না করে নতুন সরকার গঠন করা হলে সেই বিচার কখনোই সম্পূর্ণ হবে না। তিনি আরও দাবি করেন, আগামীর নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হতে হবে, স্বৈরাচারদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আহত তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিএনজি স্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভূইঁয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের জোর দাবি জানান এবং তরুণদের ত্যাগের ন্যায্য প্রতিদান নিশ্চিত করার আহ্বান জানান।