
মনোয়ার হোসেন।।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর সাথে মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌর সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী,উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,সদর উত্তরের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, মাওলানা জামাল উদ্দীন ভূইয়া, মোঃ জাহিদ কবির মজুদার, মাওলানা রকিবুল ইসলাম ভূইয়া, মোঃ আব্দুল কাদের ভূইয়া খোকন), মোঃ আব্দুল হাই সুমন মিয়াজি সহ আরো অনেকে।
সাক্ষাৎকালে জামায়াত নেতা ডাঃ তাহের বলেন, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরী করতে বদ্ধপরিকর। আশা করি অতীতের সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হবে। তবেই আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com