
শামীম রায়হান।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে( ৯ সেপ্টেম্বর)মঙ্গলবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে দাউদকান্দির চার শিক্ষার্থী বিভিন্ন পদে লড়ছেন। তারা হলেন সহ-সভাপতি (ভিপি) স্বতন্ত্র পদে জাহিদ হাসান, হল সম্পাদক পদে সুফি আহমেদ, হাসিব রানা ও ইয়ামিন মোল্লা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সদস্য পদপ্রার্থী৷
জানা যায়, আসন্ন নির্বাচনে মাস্টার্স প্রাণিবিদ্যা বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ৯ নম্বর ব্যালটে ভিপি (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে সুফি আহমেদ ৬ নম্বর ব্যালটে, বিজয় একাত্তর হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে ৪ নম্বর ব্যালটে লড়ছেন হাসিব রানা ও ১০ নম্বর ব্যালটে ইয়ামিন মোল্লা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন৷
এদিকে দাউদকান্দির মেধাবী শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনে অংশগ্রহনকে ঘিরে চার প্রার্থীর গ্রামের বাড়ি স্বপাড়া, কেতুন্দী ও সাতাপাড়া,তালেরছেও গ্রামসহ উপজেলা জুড়ে আলোচনা ও এক ধরনের আমেজ বিরাজ করছে। তাদের বন্ধুমহল, আত্মীয় স্বজন, প্রতিবেশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন, ভোট চাচ্ছে ও প্রার্থীদের লিফলেট ও ফটোকার্ড পোষ্ট করছে।
অনেকেই বলছেন ডাকসু নির্বাচনে অংশগ্রহন করাটাই আমাদের জন্য একধরণের বিজয়ের আনন্দ। আমাদের ছেলেরা মেধা, যোগ্যতা ও সাহসীকতার পরিচয় দিয়েছে।
উপজেলার স্বপাড়া গ্রামের অ্যাডভোকেট মো. নুরুনবী আহমেদ বলেন, আমাদের গ্রামের সন্তান জাহিদ ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন। এটা আমাদের জন্য গর্বের।
সাতাপাড়া গ্রামের মো. কাউছার আলম বলেন, হাসিব রানা আমাদের গ্রামের গৌরব। সে নির্বাচনে অংশগ্রহন করেছে এতেই আমরা আনন্দিত উদ্বেলিত। গ্রামবাসী ও ইউনিয়নবাসী তার জন্য দোয়া করছি।
কাউয়াদি গ্রামের ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিষয়টি আমাদের জন্য গর্বের। গত ডাকসু নির্বাচনে আমাদের দৌলতপুর ইউনিয়নের কৃতিসন্তান আনিসুর রহমান অনিক জিএস প্রার্থী ছিল, এবারও আমাদের ইউনিয়নের সুফি আহমেদ নির্বাচনে লড়বেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com