স্টাফ রিপোর্টার।।
সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও আপত্তিকর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় তিতাস উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা সদর কড়িকান্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে বাতাকান্দি বাজারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় প্রতিবাদ সভার।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সালাউদ্দিন সরকার, আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী, কাজি কবির হোসেন সেন্টু প্রমুখ।
বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা ও অপপ্রচার চালিয়ে যারা রাজনৈতিক পরিবেশ কলুষিত করছে, তাদের তিতাসের জনগণ কখনোই মেনে নেবে না। এই মাটিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।”
এসময় তিতাস উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com