নিউজ ডেস্ক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় সামনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল কাইয়ূম, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, জেলা যুবদলের সাবেক সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com