দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর চাউল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ ২৩ জন ব্যবসায়ীদের মাঝে দাউদকান্দি উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ৪৬ ব্যান্ডেল ঢেউটিন ও নগদ প্রায় ১লক্ষ ৭৩ হাজার টাকা বিতরন করা হয়েছে।
নগদ অর্থ ও ঢেউটিন বিতরন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, আগুন লেগে যে সমস্ত ২৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে সে তুলনায় আমরা সরকারী ভাবে সহায়তা করার চেস্টা করেছি এবং প্রত্যেক দোকানদারদের ২ ব্যান্ডেল ঢেউটিন ও প্রতিজনকে নগদ ৭ হাজার ৫ শত টাকা করে দেওয়া হয়েছে। তাদের ক্ষতির তুলনায় খুব বেশী না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, সহকারী কমিশনার(ভুমি)সেলিম শেখ,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম,গৌরীপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার গৌরীপুর বাজার কমিটির সভাপতি হাজী ওমর আলীসহ আরো অনেকেই।
উল্লেখ্য গত ২৬ নবেম্বর বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com