নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকা থেকে অপহৃত শিশু আরিয়ান (৩) কে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
গত রবিবার দক্ষিণ সতানন্দি এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে অভিনব কায়দায় শিশুটিকে অপহরণ করা হয়। এমন সংবাদে দ্রুত শিশুটি উদ্ধারে মাঠে নামেন পুলিশ।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম,সাব-ইন্সপেক্টর মোঃ নাজমুল হুসেন,সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সোমবার তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীসহ অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল বলেন, মঙ্গলবার প্রেস বিফ্রিং-এ বিস্তারিত জানানো হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com