দাউদকান্দি প্রতিনিধি।।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের দুই প্রার্থীর সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান আজ সোমবার ওই দুজনকে এ অর্থদণ্ডের আদেশ দেন।
বেলা তিনটায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্য করেন, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) মোহাম্মদ আমির হোসেনের সমর্থক মো. দিদার হোসেন যানবাহনে পোস্টার লাগাচ্ছেন। পরে দিদার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের আচরণবিধি মেনে প্রচারণা করার জন্য নির্দেশ দেওয়া হয় ও সতর্ক করা হয়।
এর আগে বেলা আড়াইটায় একই ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করার দায়ে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) আবদুস সবুরের সমর্থক ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com