
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সোহাগ (৩৪)কে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ পৌরসভার তুজারভাঙ্গা (কেডিসি) গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম।
পুলিশ জানায়, গত ২৬ জুলাই উপজেলার জিংলাতলীর বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসের একটি কাভার্ডভ্যানকে লক্ষ্য করে ডাকাতির ঘটনা ঘটে।
ওই গাড়িটি নরসিংদীর মাধবদীর বাবুরহাট বাজার থেকে শাড়ি, গজ কাপড়, থ্রি-পিস, বিছানার চাদরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যাচ্ছিল। এসময় অজ্ঞাতনামা ৫-৬ জনের ডাকাত দল একটি নাম্বারবিহীন পিকআপ নিয়ে গাড়িটির সামনে ব্যারিকেড দিয়ে থামিয়ে মালামাল লুট করে পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে দাউদকান্দিসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com