
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে মোঃ নাঈম হোসেন (২৬) ও মোঃ রমজান (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ৷
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ী) গ্রামের মোঃ জাহিদ হোসেনের ছেলে মোঃ নাঈম হোসেন ও দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি (প্রধান বাড়ী) গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান৷ এদিকে মোঃ নাঈম হোসেন বর্তমানে পৌর এলাকার পশ্চিত মাইজপাড়া এলাকায় বসবাস করতেন৷
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম।
পুলিশ জানায়, নিহত মামুন সম্রাটকে উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ডে (মোড়ে) পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী হাজেরা বেগম দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নাঈম হোসেন ও মোঃ রমজান নামের দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,শুক্রবার(২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে(মোড়ে)দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com