স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া শ্রী শ্রী জিউর আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা এনসিপির অন্যতম আহ্বায়ক খন্দকার ফারুক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খন্দকার ফারুক বলেন, দুর্গোউৎসব হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। সবাই মিলে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করলে সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।
এদিকে পূজা উদযাপন কমিটির নেতা শংকর, মাধব সাহা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।এ সময় এনসিপি পৌর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,রাসেল সরকার, মোহাম্মদ লিটন, মো.রুবেল সরকার ও মোহাম্মদ সুমন৷