শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো. কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামাল উদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লার স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হালিম। যুগ্ম আহ্বায়করা হলেন: মো. বোরহান উদ্দিন, মো. জাহালম, মো. আলী হোসেন, মো. মহসিন, মো. গরীব হোসেন প্রধান, মো. জাহাঙ্গীর আলম, মো. মোখলেছ মীর ও মো. ইউনুস।
সদস্য হিসেবে রয়েছেন: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আব্দুল করিম, মো. সেলিম, মো. শফিকুল ইসলাম, মো. মিজান, মো. জামাল, মো. সাইফুল ইসলাম, মো. দুলাল, মো. আলমগীর, শাহাবউদ্দিন আহমেদ, মো. আরিফ হোসেন, মো. রুহুল আমিন, মো. হোসেন, মো. নওশাদ, মো. মামুন মিয়া, মো. উজ্জ্বল, শুভ সরকার, মো. মোজাম্মেল হক, মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম।
আগামী তিন মাসের মধ্যে দাউদকান্দি পৌরসভার সব ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দিতে হবে বলে জানিয়েছে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
আহ্বায়ক মো. কামাল হোসেন ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে দলের হয়ে কাজ করে যাচ্ছেন। মামলা-হামলার শিকার হলেও তারা দল ছাড়েননি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে তারা সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা এবং নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে তারা নিয়মিত আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com