রাজিব হোসেন জয়।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম। এ সময় জনপ্রতিনিধিরা স্ব-স্ব এলাকার বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরেন। তারা নিজ এলাকায় মাদকের ব্যবহার বৃ্দ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। সভায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশি নজরদারী বাড়ানোর উপর জোর দেওয়া হয়।এরপর প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা তাদের নিজস্ব দফতরের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি উপস্থিতিদের অভিহিত করেন।
এ সময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,কৃষি কর্মকর্তা নিগার সুলতানা,মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,মডেল থানা অফিসার ইনচার্জ জুনায়েত আহম্মেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com