
শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে হোমনা ও গৌরীপুর সড়কে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে বাজারের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, হকার এবং সড়কের উপর রাখা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে ইজারাদার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ সময় বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে নির্ধারিত স্থানে দোকান বসানোর নির্দেশনা দেন উপজেলা প্রশাসন।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম,গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তার, দাউদকান্দি মডেল থানা পুলিশ এবং বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান চলবে।”
এদিকে স্থানীয় ক্রেতা ও পথচারীরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com