স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর সেন্দী গ্রামে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শামীম সরকার (৩১) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী৷
মঙ্গলবার (২০ মে) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীম সরকারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে৷
মাদক ব্যবসায়ী শামীম সরকার পৌরসভার উত্তর সেন্দী গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।
এসময় শামীম সরকারের বাড়ী থেকে ৮ শত পিছ ইয়াবা, ১ শত'৭০ পিছ দিইয়াব ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়৷
মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী৷
সোমবার(১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর সেন্দী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শামীম সরকারের নিজ বাড়ী থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী জানান,উত্তর সেন্দী গ্রামের শামীম সরকারের নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে ইয়াবা,দিইয়াব ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয় ৷তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com