
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম” ও “দাউদকান্দি নাগরিক ফোরাম”-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চাড়া বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলার বিটেশ্বর এস.আর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এখন টিভি’র কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, মডেল থানার সেকেন্ড অফিসার গাজী মোতাব্বির হোসেন, সংগঠনের সেক্রেটারি সাংবাদিক শরীফ প্রধান, প্যানেল চেয়ারম্যান মাওলানা হাবিব ইসলাম মো. মিজানুর রহমান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডভোকেট রাসেল রাফি। আলোচনা শেষে ৩০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় অতিথিদের অংশগ্রহণে বৃক্ষ রোপণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com