শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২ টায় দাউদকান্দি পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর সতানন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হলরুমে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান, উপজেলা প্রকৌশলী জাহিদুর রহমান এবং দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিক উল ইসলাম রুবেল।
উপজেলা প্রশাসনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার।
এসময় তিনি বলেন, এ সব সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যেমন আনন্দিত, তেমনি উপস্থিত শিক্ষক-অভিভাবকগণও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই ধরনের কার্যক্রম শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াবে এবং পাঠ্য কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com