এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লা দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড় গোয়ালী গ্রামে সৌদি প্রবাসি জুম্মান'র স্ত্রী শাহনাজ(২১)নামের এক নারী তার স্বামীকে ভিডিও কলে রেখে ঘরের পাইরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই ঘটনাটি ঘটেছে রোব বার দিবাগত রাত ২ টায়। তবে জানা যায় ওই নারী ১ (এক) মেয়ে সন্তানের জননী ছিলেন।
নিহত শাহনাজ বড় গোয়ালী গ্রামের মালেশিয়া প্রবাসী মো.আলমগীর হোসেন'র মেঝু মেয়ে।
তার নিকটাত্মীয় আল-আমিন জানান," শ্বশুর-শ্বাশুরীর সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়ে বনিবানা না হওয়ায় খুব মানুসিক চাপে ছিলেন শাহনাজ।তিনি আরও বলেন,শ্বশুর -শ্বাশুরীর সাথে কলহের জেরেই আত্মহত্যা করেছে শাহনাজ।শাহনাজ মৃত্যুর আগে ২ টি চিরকুট লিখে গেছেন বলেও জানা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সোমবার সন্ধায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন- ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামাল হয়েছে বলে,তিনি জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com