নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ মোঃ অলি উল্লাহ (২৫) কে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী নামক স্থানে গোপন সংবাদের ভিতিত্বে সাব-ইন্সপেক্টর মোঃ নাজমুল হোসেন তানিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবাসহ মোঃ অলি উল্লাহ (২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ অলি উল্লাহ।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com