স্টাফ রিপোর্টার।
কুমিল্লা চকবাজার তালিকোনা এলাকায় অবস্থিত দারুল আরকাম তাহ্ফীজুল কোরআন স্কুল এ্যান্ড মাদরাসায় শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে অবিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় কোরআন তেলোয়াত করা হয়। তারপরেই শিক্ষার্থীরা সমস্বরে হামদ ও নাত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ মোঃ নুরুল হুদা। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এইচএম এম সালমান। অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফকরুল ইসলাম, এ সময় আরো বক্তব্য রাখেন স্কুল বিভাগের প্রধান মোঃ মাকসুধুর রহমান, আরো বক্তব্য রাখেন হাফেজ মাহমুদুল হাসান সাকিব, শিক্ষক মোঃ ফখরুল ইসলাম খান, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান।
আলোচনার পরে শিক্ষার্থীদের সমাঝে পুরস্কার বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়ার পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবীর।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com