সোহরাব হোসেন।।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দেবিদ্বার এর উদ্যোগে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অর্জিন চাকমা, মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাইজ ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা বিআরডিবির সাবেক কর্মকর্তা রমেন চন্দ্র সাহা, পূজা উদযাপন ফন্টের উপজেলা শাখার সভাপতি বিমল কুমার দত্ত ও জাতীয় নাহরিক পার্টি (এনসিপি) এর উপজেলা নেতা কাজী নাছির উদ্দিন।