নেকবর হোসেন।।
কুমিল্লার দেবীদ্বারে পুজামণ্ডপ পরিদর্শন শেষে ফেরার পথে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের গাড়িবহরে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ এজাহারনামীয় ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টায় দেবীদ্বার থানায় উপজেলার আশরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. গিয়াস উদ্দিন বাদী হয়ে দেবীদ্বার থানায় ওই মামলা দায়ের করেন।
এ মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন—আনিসুর রহমান (৪০), আমিনুল ইসলাম সুমন (৩৩), জহিরুল ইসলাম (৩৮), ওমর ফারুক (৩৬), জামিউর রহমান (২৬), আহাম্মেদ শুভ (২৪), মো. নিশান মিয়া (২৪), নুরুন্নবী (২৪) সহ আরও অজ্ঞাত ৫০ জন।
এ ব্যাপারে মামলার প্রধান আসামি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন বলেন, উপজেলা পরিষদ চেয়াম্যান অভিযোগটি মিথ্যা, তা আদালত প্রমাণ হবে।
ওসি জানান, মামলায় অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা তদন্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com