
সোহরাব হোসেন।।
দেবীদ্বার উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগের উপদ্রব হ্রাস এবং মশার উৎপত্তিস্থল নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ক্লিনিং ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে দেবীদ্বার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর স্বাস্থ্য ও যক্ষা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচি। এটি জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সহায়তায় পরিচালিত হয়।
ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ব্র্যাক হেলথ প্রোগ্রাম অফিসার রুবী রাণী দাস, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা এস.এম. ইব্রাহীম, বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট টিইও বিনোদ চন্দ্র সরকার, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের খান, ক্যাম্পেইনে বিএনসিসি ও স্কাউটের ৩২ জন শিক্ষার্থী এবং দেবীদ্বার পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com