
সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের রাস্তায় চলাচল বন্ধের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার সকালে পৌরসভার বিকাশ মার্কেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, ফতেহাবাদ গ্রামের হরিপদ কর্মকার বাড়ি থেকে সেবাশ্রম মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই প্রাচীন রাস্তাটি শত বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে। অর্ধশতাধিক পরিবারের কয়েক শত মানুষ এবং মন্দিরে আগত হাজার হাজার ভক্ত এ রাস্তায় নির্ভরশীল। কিন্তু স্থানীয় প্রভাবশালী গোপাল কর্মকার তার বাড়ির পাশে পাকা পিলার বসিয়ে অটোরিকশা ও সিএনজির চলাচল বন্ধ করে দেন। এতে মন্দিরে মালামাল পরিবহন এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ায় গুরুতর ভোগান্তি সৃষ্টি হয়।
অভিযুক্ত গোপাল কর্মকার স্বীকার করেন, তিনি অটো ও সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে এলাকাবাসীর পায়ে হাঁটার চলাচলে তার কোনো আপত্তি নেই।
স্থানীয় প্রতিমা রায় অভিযোগ করে বলেন, “বহু বছর ধরে এই রাস্তায় অটো ও সিএনজি চলাচল করে আসছে। এখন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক কষ্ট হচ্ছে।”
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজবিউল আহসান মুন্সী উভয়পক্ষের সঙ্গে কথা বলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে দেন। তিনি বলেন, “আসন্ন পূজা উপলক্ষে কোনো বিশৃঙ্খলা না হয় সে জন্য দ্রুত সমাধান করতে আমরা এগিয়ে এসেছি। প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় এ সমস্যা সমাধান হবে।”
পৌরসভার লাইসেন্স পরিদর্শক হারুন রশীদ জানান, পৌর প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে চলাচলের সমস্যা সমাধান করা হয়েছে।
মানববন্ধনে রবীন্দ্র মজুমদার, কানাই লাল সেন, বিকাশ দত্ত, সচিন্দ্র রায়, সুমন দত্ত, রতন সেন, নন্দন দত্ত, সঞ্জয় দত্ত, সঞ্জিত রায়, প্রহলাদ কর, প্রদীপ সেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন জানান, “মন্দিরের রাস্তা বন্ধের বিষয়টি আমরা জেনেছি। আগামী রবিবার উভয়পক্ষকে নিয়ে বসে স্থায়ী সমাধান করা হবে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com