মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে মির্জানগর টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পৌর এলাকার মির্জানগর ফুটবল ক্লাবের উদ্যোগে মির্জানগর কেন্দ্রীয় জািমে মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাইদুর রহমান সবুর ভূঁইয়ার ও বাবুল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল করিম খাঁন ইমন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মজিদ, আল-আমিন হোসেন, আব্দুল আলিম, ইকবাল হোসেন, রাজিব হোসেন, আক্তার হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুমন সরকার, মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম, ফয়সাল, আনিস, হৃদয় প্রমুখ। জুনিয়র একাদশ বনাম জুবেন টার্চ একাদশের মধ্যকার খেলায় ০-৩ গোলে জয়লাভ করে জুবেন টার্চ একাদশ।
পরে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে এলইডি টিভি তুলে দেন আমন্ত্রীত অতিথিবৃন্দরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com