
সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদরে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আল মদিনা জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে হামলা, ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টার মালিক সমিতি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় ওই মানববন্ধন করা হয়। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন হাসপাতাল সংশ্লিষ্ট প্রায় সহস্রাধিক চিকিৎসক, মালিক, কর্মকর্তা ও কর্মচারী। পরে দ্রুত বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্বারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দেবিদ্বার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবদুল আলীম সরকার, সাধারণ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন, আল মদিনা হাসপাতাল কো-চেয়ারম্যান সুলতান আহাম্মদ মুন্সী, সততা হসপিটালে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস, জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহীন আলম সরকার ও শিশু মাতৃ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলাম সরকার প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com